বাংলাদেশে সাংবাদিক নির্যাতন অাশঙ্কাজনক হারে বেড়েছে

বাংলাদেশে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সাংবাদিক নির্যাতন অাশঙ্কাজনক হারে বেড়েছে। ২০১৪ সালে এই নির্যাতনের মাত্রা ছিল শতকরা ৩৩ দশমিক ৬৯ ভাগ। এর মধ্যে প্রায় ২৩ শতাংশ সংঘটিত হয়েছে পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে। বাকি ১১ ভাগ সংঘটিত হয়েছে সরকারী কর্মকর্তাদের দ্বারা।
রবিবার ঢাকা রিপোর্টিস ইউিনিট মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে মানবাধিকার সংগঠন ‘আর্টিকেল ১৯’-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান এসব তথ্য তুলে ধরেন।
‘আর্টিকেল ১৯’-এর প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে ২১৩ জন সাংবাদিক ও আটজন ব্লগার বিভিন্নভাবে আক্রমন ও নির্যাতনের শিকার হয়েছেন।
এর মধ্যে চারজনকে হত্যা, ৪০ জনকে গুরুতর জখম ও ৬২ জনকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে।
১৭ জন সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আদালত আবমাননার মামলা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button