নবজাতক রাজকুমারীকে পরিচয় করানো হলো
বৃটিশ রাজপরিবারের নবজাতক রাজকুমারীকে সারা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হলো কয়েক ঘণ্টা আগে। ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ ক্যাথেরিন উইলিয়ামস হাসপাতাল ছেড়ে কেনসিংটন প্রাসাদে যাওয়ার সময় নতুন রাজকুমারীকে প্রথম জনসমক্ষে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত নবজাতক রাজকুমারীর নাম ঘোষণা করা হয়নি। প্রিন্স উইলিয়ামের প্রথম সন্তান প্রিন্স জর্জ বাবার সঙ্গে হাসপাতালে আসে ছোট বোনকে দেখতে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ ডাচেস অব ক্যামব্রিজ ক্যাথেরিন উইলিয়ামসের দ্বিতীয় সন্তান জন্ম নেয়। নবাগতা এই শিশু বৃটিশ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারিণী বলে কেনসিংটন প্রাসাদ থেকে ঘোষণা করা হয়েছে। তার আগে উত্তরাধিকারীর তালিকায় ১ নম্বরে রয়েছেন প্রিন্স চার্লস প্রিন্স উইলিয়ামের বাবা; ২ নম্বরে প্রিন্স উইলিয়াম এবং ৩ নম্বরে প্রিন্স উইলিয়ামের প্রথম সন্তান প্রিন্স জর্জ। প্রিন্স জর্জ জন্ম নেয় ২০১৩ সালে। এ বছর জুলাই মাসে প্রিন্স জর্জ ২ বছর পূর্ণ করবে।