বিদেশী কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বর্তমান সংবিধানের আওতায়ই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি। তবে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে ছোটখাটো বিষয় নিয়ে বিরোধী দলের সাথে আলোচনা হতে পারে। সময় শেষ হয়ে যায়নি। আলোচনার সুযোগ এখনো আছে বলে জানান তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশী কূটনীতিকদের সাথে আলোচনাকালে কূটনীতিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মানবাধিকার কর্মী আদিলুর রহমানকে আটক প্রসঙ্গে কূটনীতিকদের অপর এক প্রশ্নের জবাবে দিপু মনি বলেন, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই আদিলুরকে গ্রেফতার করা হয়েছে। অপরাধী যেই হোক, আইনের উর্ধ্বে নয় বলে জানান তিনি।
আদিলুরকে আটক নিয়ে সরকারের ওপর বহির্বিশ্বের কোনো চাপ আছে কী না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের মাধ্যমে এবং তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। আদিলুরকে গ্রেফতার করায় বহির্বিশ্ব চাপ নয় সন্তোষ প্রকাশ করেছে বলে জানান তিনি।
বৈঠকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইটালি, ভারত, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।