এবার ব্রিটেনেও চালু হলো ‘ইসলাম টিভি’
ব্রিটেনে এবার মুসলিমদের জন্য চালু হলো ‘ইসলাম টিভি উর্দু’। ব্রিটিশ কোম্পানি স্কাই এই চ্যানেলটি চালু করেছে। মুসলিমদের খবরাখবর ও ইসলামি জীবন-যাপনের চাহিদার কথা বিবেচনা করেই এই চ্যানেলটি চালু হয়েছে বলে কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন।
কর্তৃপক্ষ বলেছেন, ব্রিটেনে মুসলিমদের সংখ্যাটা একেবারে কম নয়, ফলে তাদের জীবন ও সংবাদের ব্যাপক চাহিদা রয়েছে এখানে। এ জন্যই চ্যানেলটি সম্প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চ্যানেলটি মুসলমানদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশাবাদী তারা।
জানা গেছে, চ্যানেলটিতে কুরআনিক শিক্ষা, নবীগণের জীবনী এবং মহানবী (সা.) এর জীবনী থেকে শিক্ষাসহ দৈনিক চাহিদার যাবতীয় বিষয় সম্প্রচারিত হবে। থাকবে রান্না-বান্নার অনুষ্ঠান, টকশো, ধর্মীয় প্রশ্নোত্তর, সভা সমাবেশসহ নানা অনুষ্ঠানমালা।ফলে চ্যানেলটি অল্পদিনেই জনপ্রিয়তা পেতে পারে এমন আশাবাদও ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ।