ব্রিটিশ রাজ শিশুরা: কে বেশি সুন্দর ?

UK Royal Babyপ্রিন্স উইলিয়াম আর কেট মিডলটন দম্পতির ঘর আলোকিত করে এবার এসেছে এক রাজকন্যা৷ এর আগে ২০১৩ সালে কেট একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন৷ ছবিঘরে থাকছে কয়েকজন রাজকীয় শিশুর ছবি৷ দেখে বলুন তো, কে বেশি সুন্দর?
রানি দ্বিতীয় এলিজাবেথ
মায়ের কোলে বসে আছেন ব্রিটেনের আজকের রানি দ্বিতীয় এলিজাবেথ৷ ১৯২৬ সালের ২১ এপ্রিল তাঁর জন্ম হয়েছিল৷ সে হিসেবে আজ তাঁর বয়স ৮৯ বছর৷
প্রিন্স ফিলিপ
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের ছবি এটি৷ ১৯২১ সালের ১০ জুন তিনি এক রাজপরিবারে জন্মেছিলেন৷
প্রিন্স চার্লস
রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ছেলে প্রিন্স চার্লস৷ ১৯৪৮ সালের ১৪ নভেম্বর তাঁর জন্ম হয়েছিল৷ রানির মৃত্যুর পর তিনিই হবেন ব্রিটিশ রাজমুকুটের অধিকারী৷
প্রিন্সেস ডায়ানা
১৯৬১ সালের ১ জুলাই এমন এক কন্যাশিশুর জন্ম হয়েছিল পরবর্তীতে যার বিয়ে হয় রাজ পরিবারে৷ ১৯৮১ সালে প্রিন্স চার্লসকে বিয়ে করেন প্রিন্সের ডায়ানা৷ প্রায় সাড়ে সাতশো মিলিয়ন টেলিভিশন দর্শক তাঁদের বিয়ে প্রত্যক্ষ করেছিল৷ ১৯৯৭ সালের আগস্টে এক সড়ক দুর্ঘটনায় মারা যান ডায়ানা৷
প্রিন্স উইলিয়াম
প্রিন্স চার্লস আর প্রিন্সেস ডায়ানা দম্পতির ছেলে প্রিন্স উইলিয়ামের জন্ম ১৯৮২ সালের ২১ জুন৷ ১৯৯২ সালে বাবা-মার মধ্যে বিচ্ছেদের পর থেকে তিনি ও তাঁর ছোট ভাই প্রিন্স হ্যারি পালা করে বাবা, মা ও দাদি রানী এলিজাবেথের সঙ্গে থাকতেন৷
প্রিন্স হ্যারি
প্রিন্স উইলিয়ামের ভাই প্রিন্স হ্যারি৷ জন্ম ১৯৮৪ সালের ১৫ সেপ্টেম্বর৷
জর্জ আলেক্সান্ডার লুইস
প্রিন্স উইলিয়াম আর কেট মিডলটন দম্পতির প্রথম সন্তান জর্জ৷ ২০১৩ সালের ২২ জুলাই তাঁর জন্ম৷ ব্রিটিশ রাজমুকুটের তৃতীয় দাবিদার সে৷
শার্লট এলিজাবেথ ডায়ানা
২ মে, ২০১৫, শনিবার সকালে জন্ম নেয়া রাজকন্যা। দাদীর নামের সঙ্গে মিলিয়ে নামকরণ করা হয়েছে তার। সে রাজমুকুটের চতুর্থ দাবিদার৷ -ডয়চে ভ্যালে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button