সিলেট জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আব্দুল বারীকে হিথ্রো বিমানবন্দরে অভ্যর্থনা প্রদান

Bishwaসিলেট জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আব্দুল বারীকে বলেছেন বর্তমান মহাজোট সরকারের সময়ে দেশের সর্বত্র অভূপূর্ব উন্নয়ন হয়েছে। অথচ বিরোধীদল মিথ্যা অপপ্রচারের মাধ্যমে দেশের সাধারণ মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিদ্যুত, শিক্ষা, যোগাযোগ সকল ক্ষেত্রেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশের মানুষের প্রাণের দাবী যুদ্ধাপরাধীদের বিচার কার্য্য আর্ন্তজাতিক আইন মেনে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অবশ্যই কয়েকটি রায় এ সরকারের সময়ে কার্যকর হবে। এজন্য তিনি প্রবাসীদের সহযোগীতা কামনা করেন।
গত ১৪ আগষ্ট বুধবার বিকেলে সিলেট জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আব্দুল বারী হিথ্রো বিমান বন্দরে এসেছে পৌছালে যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে তাকে বিশাল অভ্যর্থনা জানানো হয়। এসময় তিনি উপরোক্ত কথাগুলি বলেন। হিথ্রো বিমান বন্দরে উপস্থিত ছিলেন লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আফসার খাঁন সাদেক, ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শামীম, নিউহাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদ, লন্ডন আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফুয়াদ আহমদ ফরহাদ, যুক্তরাজ্য যুবদলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন লিটন, যুগ্ম ফয়সল হোসেন সুমন ভিপি, সাংগঠনিক সম্পাদক দিলাল আহমদ, লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, যুক্তরাজ্য আওয়ামীা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ ওসমানী, যুগ্ম সম্পাদক খালেদ আহমদ জয়, যুগ্ম সম্পাদক কামরুল হোসেন মুন্না, লন্ডন যুবলীগ নেতা সাদিক আহমদ, কামাল উদ্দিন, বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক ভিপি কমিউনিটি নেতা সরোয়ার আহমদ, জিএস জেবুল ইসলাম, এজিএস জাহাঙ্গীর খাঁন, বিয়ানীবাজার সমিতি ইউকের সভাপতি জাহাঙ্গীর খাঁন, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মাথিউরা উন্নয়ন সংস্থার সভাপতি সুরমান খাঁন, সাধারণ সম্পাদক দিলাল আহমদ, ট্রেজারার সাদেক আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুল ওয়াদুদ, সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, নুর উদ্দিন লুদি, রুহেল আহমদ, আশোক আহমদ, দুলাল আহমদ, কবির আহমদ, সুবিন আহমদ, মারুফ আহমদ প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button