টিউলিপের ক্যাম্পেইনে রুশনারা আলী
গত রোববার ব্রিটেনের সাধারণ নির্বাচনে বহুল আলোচিত হ্যামস্টেড ও কিলবার্ন আসনে লেবার পার্টির এমপি প্রার্থী বাঙালি বংশোদ্ভত টিউলিপ সিদ্দেকের আসনে নির্বাচনি প্রচারণা চালান, লন্ডনের বাঙালি অধ্যসিত বেথন্যালগ্রীন ও বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী সাবেক বাঙালি এমপি রুশনারা আলী। রুশনারা আলী ২০১০ সালে বেথনাল গ্রিন এন্ড বো আসন থেকে প্রথম কোনো বাঙালি হিসেবে এমপি নির্বাচিত হন।
রুশনারা আলী তার প্রচারণায় বলেন, টিউলিপের অতীত অভিজ্ঞতা সংসদে সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য শক্ত আওয়াজ তুলতে সক্ষম হবে। তিনি টিউলিপকে একজন অসাধারণ মেধাবী তরুণ রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করে বলেন, টিউলিপ নির্বাচিত হলে ব্রিটিশ রাজনীতিতে অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি ৭ মে বৃহস্পতিবারের নির্বাচনে হ্যাম্পস্টে এন্ড কিলবার্ন আসনে টিউলিপকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান। গতকাল রোববার ছিলো ব্রিটেনে নির্বাচনের আগে সর্বশেষ সাপ্তাহিক ছুটির দিন। ব্রিটেনে নির্বাচনী ভাষায় দিনটিকে বলা হয় কী সিট ডে। এদিন তুমুল প্রতিদ্বন্তিতা আসন গুলোতে প্রচার প্রচারণা চালিয়ে শেষ বারের মত ঝালাই কওে নেয়া হয়। বাঙালি বংশোদ্ভ’ত প্রথম এমপি রুশনারা আলী সে কারণে এদিন ছুটে যান টিউলিপের আসনে।