ফলাফল কি হবে ধারণা করতে পারছি না
ভোট দিয়ে আমি কর্তব্য পালন করেছি- লন্ডনের একটি ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর এভাবেই বললেন ভোটার জেমস ডোনাল্ড। তিনি জানেন না, তার সমর্থিত দল ক্ষমতায় আসবেন কিনা। যুক্তরাজ্যের নির্বাচনে অনিশ্চিত ফলাফল নিয়ে নানা আলাপে সরব ভোটাররা। স্কুলে, দোকানে, বারে সবার মন্তব্য রাজনীতি নিয়ে। কে হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী? কীভাবে গঠিত হচ্ছে সরকার? উত্তর লন্ডন স্কুলের জোশ কুক বলেন, আমি খুবই উত্তেজিত। এ নির্বাচন আগের সব নির্বাচন থেকে আলাদা। কারণ, আমরা ধারণা করতে পারছি না ফলাফল কী হবে। তবে দক্ষিণ লন্ডন পার্ক বিল্ডিংয়ের শ্রমিক আন্নেতের (৫৯) মত আলাদা। তিনি বলেন, আমি মোটেই আন্দোলিত নই। গতকালই সব দলের ইশতেহার পড়ে আমি ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও স্পষ্ট বুঝতে পারিনি তারা কী প্রতিশ্র“তি দিয়েছে। লন্ডনের রয়াল চেলসা হাসপাতালের সাবেক কর্মী ফ্রাঙ্ক (৮৬) বলেন, আমি মনে করি না আমার ভোটে খুব একটা পার্থক্য হবে। রাজনীতিবিদদের মধ্যে এটা এক ধরনের টস খেলা। এদিকে, ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ডরসেটের কমিউনিকেশন ম্যানেজার জেমস ডোনাল্ড বলেন, আমি ভোট দিয়ে আমার কর্তব্য পালন করেছি। অনুভব করতে পারছি যে, আমি এই প্রক্রিয়ার অংশ হয়েছি।