রুশনারা আলী বিপুল ভোটে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত
ব্রিটেনের ৫৬তম সাধারণ নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী বিপুল ভোটের ব্যবধানে আবারও এমপি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে কোন বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে দ্বিতীয় বারের মতো ব্রিটেনের এমপি নির্বাচিত হলেন তিনি। এর আগে দেশটির ৫৫তম পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন রুশনারা।
প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী রুশনারা আলী ৩২ হাজার ৮৮৭ ভোট পান। তার পক্ষে ভোট পড়েছে ৬১ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন ৮ হাজার ৭০ ভোট। রুশনারা আলী ২৪ হাজার ৮১৭ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। ইরাকে বৃটেনের বিমান হামলা চালানোর ইস্যুতে ২০১৪ সালের সেপ্টেম্বরে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন তিনি।