ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশী রূপা হক বিজয়ী
ব্রিটেনের সাধারণ নির্বাচনে রুশনারা আলীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিজয়ী হয়েছেন রুপা হক। এ জয়ের মাধ্যমে তিনি ব্রিটেন পার্লামেন্টে জায়গা করে নিলেন।
৪৩ বছর বয়সী রূপা ব্রিটিশ পার্লামেন্টে উত্তর-পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের প্রতিনিধিত্ব করবেন। এর আগে লন্ডনের ইলিংবরার ডেপুটি মেয়র ছিলেন রূপা হক।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রর্থী রূপা হক পেয়েছেন ২২ হাজার ২ ভোট। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে পেয়েছেন ২১ হাজার ৭০১ ভোট।
অপরদিকে বাংলাদেশী রুশনারা আলী এবারও জয়ের পথে রয়েছেন বলে জানা গেছে। আর টিউলিপ সিদ্দিকও এগিয়ে রয়েছেন।