২০ বছর বয়সেই ব্রিটিশ এমপি !

Mhairi Blackমাত্র ২০ বছর বয়সে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হচ্ছেন মারি ব্ল্যাক। ১৬৬৭ সালের পর এত কম বয়সে আর কেউ পার্লামেন্টের সদস্য হননি। এখনও গ্লাসগো ইউনিভার্সিটিতে পড়েন ব্ল্যাক। কিন্তু তার আগেই পেসলে ও রেনফ্রেশায়ার সাউথ থেকে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির সাংসদ হিসেবে পার্লামেন্টে জায়গা করে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ব্রিটেনের নির্বাচনে বিদেশ মন্ত্রকের প্রাক্তন মুখপাত্র লেবার পার্টি ৪৭ বছরের ডগলাস আলেক্সান্ডারকে ৫,০০০ ভোটে হারিয়েছেন মারি। জেতার পর দৃপ্ত কণ্ঠে মারি বলেন, উত্তর ও দক্ষিণের সব সম্প্রদায়ের মানুষকে কঠোর অবস্থা থেকে উদ্ধার করার উদ্দেশেই কাজ করবো আমরা।
বুথ ফেরত সমীক্ষা বলছে নির্বাচনে কনজারভেটিভদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে চলেছে স্কটল্যান্ড ন্যাশনালিস্ট পার্টি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button