‘এক জাতি এক যুক্তরাজ্য চাই’
দ্বিতীয়বার সংখাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাওয়া ডেভিড ক্যামেরন বলেছেন, ‘আমি এক জাতি ও যুক্তরাজ্য শাসন করতে চাই।’
সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার ভোটের পর শুক্রবার ফল প্রকাশের এক পর্যায়ে তিনি এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন।
নির্বাচনের আগে বিভিন্ন জরিপে রক্ষণশীলদের পরাজয়ের আভাস দেয়া হলেও ক্যামেরনই ফের সরকার গঠন করতে যাচ্ছেন।
বার্তা সংস্থা বিবিসির সর্বশেষ খবরে বলা হয়েছে, কমন্স সভায় রক্ষণশীল টোরি দল ৩২৯ আসনে জিততে যাচ্ছে, যা এককভাবে সরকার গঠনের জন্য যথেষ্ট।
ডেডিড ক্যামেরুন বলেছেন, ‘চূড়ান্ত ফল পেতে এখনো বেশ সময় লাগবে। তবে সরকার গঠনের ব্যাপারে আমি আশাবাদী।’
এই নির্বাচনে স্কটল্যান্ড দলের বিস্ময়কর উত্থান ঘটেছে। এসএনপি’র কারণে স্কটল্যান্ডে লেবার পার্টির শিকড় অনেকটা উপড়ে গেছে। আর ইংল্যান্ড ও ওয়ালসেও দলটি তেমন সুবিধা করতে পারেনি।
লিবারেল ডেমোক্রেটিকরা ৮টি আসনে জয়ের পথে রয়েছে। দলটির গুরুত্বপূর্ণ নেতা ভিন্স ক্যাবল, এড ড্যাভি ও ড্যানি আলেক্সান্ডার তাদের আসন হারিয়েছেন।
বিবিসির পূর্বাভাসে বলা হয়েছে, রক্ষণশীলরা ৩২৯টি, লেবার পার্টি ২৩৩টি, লিবারেল ডেমোক্রেটিক ৮টি এবং এসএনপি ৫৬টি আসনে জিততে চলেছে।