দলের ভরাডুবিতে হতাশ মিলিব্যান্ড
ব্রিটেনের লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড স্বীকার করেছেন, নির্বাচনের ফলাফলে তিনি খুব হতাশ এবং গতকালের (বৃহস্পতিবার) রাত ছিল তার জন্য খুবই কঠিন। শুধু তাই নয় লেবার পার্টির যেসব এমপি তাদের আসন হারিয়েছেন মিলিব্যান্ড তাদের কাছে ক্ষমাও চেয়েছেন।
দলটি স্কটল্যান্ডে স্কটল্যান্ড পার্টির (এসএনপি) কাছে একেবারেই নাস্তানাবুদ হয়েছে। ইংল্যান্ড ও ওয়ালসেও দলটি খুব খারাপ করেছে।
লেবার পার্টির নির্বাচনী প্রচারণার প্রধান ডগলাস আলেক্সান্ডার ও স্কটল্যান্ডে লেবার নেতা জিম মারফি হেরে গেছেন। সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের আসনটিও লেবার পার্টি এসএনপি’র কাছে হারিয়েছে।
সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, লেবার পার্টি এবারের নির্বাচনে সর্বোচ্চ ২৩২টি আসন পেতে পারে। আর রক্ষণশীলরা পেতে পারে ৩২৯টি আসন, যা তাদের সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট।
মিলিব্যান্ড বলেন, নির্বাচনের এই ফল পরিস্কারভাবেই হতাশাজনক। লেবারদের জন্য বৃহস্পতিবারের রাতটি ছিল কঠিন। আমরা ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডে যা চেয়েছিলাম তা করতে পারিনি।