ভোট দিয়ে সেলফি তোলা নিষিদ্ধ
ভোট দিয়ে সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে ব্রিটেনে। ব্রিটেনের নির্বাচনী কর্মকর্তারা এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কোনো ব্রিটেনবাসী ভোট দেয়ার পর নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে সেলফি তুলতে পারবেন না। যদি কেউ এমন করে এবং নির্বাচনী কর্মকর্তা যদি তাদের ধরতে পারে, তাহলে সেই ব্যক্তির পাঁচ হাজার পাউন্ড জরিমানা অথবা ছমাসের জেল হতে পারে।’
কর্মকর্তাদের দাবি, ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে এভাবে ছবি তোলা হলে তা নির্বাচনী বিধিভঙ্গের সমান।
তারা এও জানিয়েছেন, কোনো ভোটদাতাকে সেলফি তুলতে দেখা যায় তাহলে প্রথমে তাদের সেই ছবি মুছে দেয়া হবে। তারপর তাদেরকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হবে।
এদিকে বাংলাদেশে সম্প্রতি ভোট দিয়ে নির্বাচনী কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে সেলফি তোলার এই নতুন প্রথা চালু হয়েছে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দেয়া হয়।