মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা বদি গ্রেফতার
মিসরে মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বদিকে (৭০) গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার রাজধানীর কায়রোর পূর্বাঞ্চলীয় নাসর সিটির একটি অ্যাপার্টমেন্টে থেকে তাকে গ্রেফতার করা হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা ও বিবিসি এ খবর জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম স্থানীয় পত্রিকা আল মারসি আল ওয়ামকে বলেন, বদিকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পলাতক বদির অবস্থান জানার পরই নিরাপত্তা বাহিনী তাকে গ্রেফতার করে। দেশটির সামরিক সমর্থিত অনটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, বদিকে আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে চ্যানেলটি জানায়, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বাদিয়িকে কারাগারে নেয়া হচ্ছে। সংবাদদাতারা জানান, বদির গ্রেফতার মুসলিম ব্রাদারহুডের জন্য বেশ বড় একটি আঘাত। এর ফলে অন্তর্বর্তীকালীন সরকার এবং ব্রাদারহুডের মধ্যকার উত্তেজনা আরো বাড়বে। কায়রো থেকে আল জাজিরার প্রতিবেদক বার্ণাড স্মিথ বলেন, দেশটিতে সামরিক সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর ব্রাদারহুডের বেশিরভাগ শীর্ষ নেতা এখন কারাগারে আছেন। যার মধ্যে বদির ডেপুটি খাইরাত-আল-শাতিরও রয়েছেন। স্মিথ বলেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর বাদিয়িকে একবার জনসম্মুখে দেখা গিয়েছিল। তিনি বলেন, মুরসিকে পুনর্বহালের দাবিতে বদিকে সর্বশেষ রাবা মসজিদে দেখা গিয়েছিল। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। কিছুদিন আগেই মোহাম্মদ বদির ছেলে, অমর বদি একটি বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন।