বেনজির হত্যা মামলায় অভিযুক্ত পারভেজ মোশাররফ

Musharrafপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মোশাররফ। মঙ্গলবার রাওয়ালপিণ্ডির সন্ত্রাস বিরোধী আদালতে (এটিসি) মোশাররফকে তিনটি অভিযোগে অভিযুক্ত করা হয়। স্থানীয় ডন পত্রিকা এ খবর জানিয়েছে। বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে এ আদালত গঠিত হয়। মামলার শুনানির জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মোশাররফকে আদালতে হাজির করা হয়। পাবলিক প্রসিকিউটর চৌধুরী আজহার বলেন, হত্যা, হত্যার ষড়যন্ত্র ও হত্যার সুযোগ সৃষ্টি করা- এ তিন অভিযোগে মোশাররফকে অভিযুক্ত করা হয়েছে। মোশাররফ ছাড়াও এ মামলায় আরো ছয়জন অভিযুক্ত হয়েছেন। তারা হলেন- রাওয়াল পিন্ডির সাবেক সিটি পুলিশ অফিসার সৌদ আজিজ, এস পি খুররাম শাহজাদ, হাসনাইন গুল, রাফাকাত হুসেইন, শের জামান ও আব্দুল রশিদ। মোশাররফসহ অভিযুক্তদের সবাই তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। আদালত এ মামলার শুনানি আগামী ২৭ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন। শুনানি শেষে মোশাররপকে তার ফার্ম হাউজ চাক শাহজাদের সাব-জেলে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিণ্ডিতে আততায়ীদের গুলি ও বোমা হামলায় নিহত হন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button