সমানে সমান রয়েছে ভারত-পাকিস্তান
ব্রিটেনে জাতীয় নির্বাচনে নির্বাচিত ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত সংসদ সদস্যের সংখ্যা সমান ! উভয় দেশেরই ১০ জন করে ‘প্রতিনিধি’ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কনজারভেটিভ দলের এমপি সাজিদ জাভিদ পড়েছেন উভয় পক্ষের ঘরে! কারণ, তার দাবি অনুসারে, তার পিতা ভারতীয় ও মা পাকিস্তানি।
এর আগে ৭ জন পাকিস্তানি বংশোদ্ভূত বৃটিশ এমপি ছিলেন বৃটেনের পার্লামেন্টে। অপরদিকে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা ছিল ১০ জন। এবার আরও তিনজন পাকিস্তানি বংশোদ্ভূত এমপি নির্বাচিত হলে উভয় পক্ষের এমপির সংখ্যা হয় সমান।
পাকিস্তানি বংশোদ্ভূত ১০ জন এমপির মধ্যে ৬ জনই লেবার দলের প্রার্থী ছিলেন। বাকি তিনজন কনজারভেটিভ দলের ও একজন স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির। ১০ জনের মধ্যে ৯ জনই ইংল্যান্ড থেকে নির্বাচিত এমপি, অবশিষ্ট একজন স্কটল্যান্ড থেকে নির্বাচিত।