পূর্ব লন্ডনে ভোট বর্জনের প্রচারপত্র
ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত থাকতে পূর্ব লন্ডনে ধর্মীয় নেতারা হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে জনগণকে ভোট না দেয়ার আহ্বান সম্বলিত কিছু প্রচারপত্র পাওয়া গেছে বলে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়। নির্বাচনে সহিংসতার আশঙ্কায় টাওয়ার হ্যামলেটসের ভোট কেন্দ্রগুলোতে তিনশ’র বেশি পুলিশ মোতায়েন করা হয়। গত বছর মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ইমামদের দিয়ে প্রভাব বিস্তার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অপপ্রচার এবং ভোট জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৩ এপ্রিল লুৎফুরকে টাওয়ার হ্যামলেটসের মেয়র পদ ছাড়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করে জরিমানাও করা হয়। বৃহস্পতিবারের ভোটে এই টাওয়ার হ্যামলেটসেই দুই ধরনের প্রচারপত্র বিলি করা হয়। একটি লিফলেটে লেখা ছিল, ভোট দিও না এবং মুসলমান থাকো, ভোট দিও না। এতে আরো বলা হয়, আল্লাহ ছাড়া আর কারো শাসন করার অধিকার নাই। অন্য আরেকটিতে বলা হয়, মানবসৃষ্ট আইনের জন্য ভোট দেয়া আল্লাহর সঙ্গে শিরক।