ব্রিটেনে মুসলিম এমপির সংখ্যা বৃদ্ধি

UK Muslim MPব্রিটেনের রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে মুসলিমরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। স্থানীয় কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে ইতিমধ্যে শত শত মুসলিম কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। স্থানীয় নির্বাচনসহ হাউজ অব কমন্স ও হাউজ অব লর্ডসে রয়েছেন মুসলিম প্রতিনিধি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে মুসলিম এমপির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দলের হয়ে নির্বাচিত মুসলিম এমপির সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৩  জনে দাঁড়িয়েছে। ২০১০ সালের নির্বাচনে এই সংখ্যা ছিল আট। এবারের নির্বাচিত ১৩ জন এমপির মধ্যে ৮জনই মহিলা এবং তাদের তিনজনই বাংলাদেশী বংশোদ্ভুত।
লেবার থেকে ৯ জন, কনজার্ভেটিভ থেকে ৩ জন এবং এসএনপি থেকে একজন করে এমপি নির্বাচিত হয়েছেন।
মুসলিম এমপিগন হচ্ছেন এসএনপি তাসলিমা আহমেদ শেখ, কনজার্ভেটিব থেকে নুসরাত ঘানি, সাজিদ জাভিদ, রেহমান চিশতী, লেবার পার্টি থেকে রুশনারা আলী, রুপা হক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, নাজ শাহ, ইমরান হোসেইন, খালিদ মাহমুদ, শাবানা মাহমুদ, ইয়াসমিন কুরেশী, সাদিক খান। এদের মধ্যে লেবার দলের মধ্যে ৫জন এমপি আবারো নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button