মন্ত্রিসভা গঠনে ব্যস্ত ক্যামেরন
পার্লামেন্ট নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের পর মন্ত্রিসভা গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তার কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে।
মন্ত্রিসভা গঠনের অংশ হিসেবে ইতোমধ্যে জর্জ ওসবোর্নকে অর্থমন্ত্রী হিসেবে আবারো নিয়োগ দিয়েছেন ক্যামেরন। এছাড়া থ্রেসা মে স্বরাষ্ট্রমন্ত্রী, ফিলিপ হ্যামন্ড পররাষ্ট্রমন্ত্রী এবং মাইকেল ফ্যালন প্রতিরক্ষামন্ত্রী হিসেবেই থাকছেন।
অন্যদিকে, আগের জোট সরকারের মন্ত্রী লিব ডেমসের জায়গায় নতুন একজনকে নিয়োগ দিতে হবে। এছাড়া সাবেক বাণিজ্যমন্ত্রী ভিন্স ক্যাবল, স্কুলমন্ত্রী ডেভিড লস এবং ট্রেজারি বিভাগের চিফ সেক্রেটারি ড্যানি আলেকজান্ডারের জায়গায় নতুনদের নিয়োগ দিতে হবে। কারণ এরা সবাই গত বৃহস্পতিবারের নির্বাচনে হেরে গেছেন।
আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ক্যামেরন ব্রিটিশ জাতিকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন। বলেছেন, তিনি এক ব্রিটেন বা এক জাতি হিসেবে সরকার পরিচালনা করবেন। এ লক্ষ্যে ইতোমধ্যে তিনি স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সঙ্গে কথা বলেছেন।
এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টি ৩৩১টি আসন লাভ করেছে। যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি। কারণ দেশটিতে এককভাবে সরকার গঠন করতে হলে ৬৫০ আসনের মধ্যে ৩২৬ আসন পেতে হয়। ২০১০ সালের নির্বাচনের চেয়ে দলটি এবার ২৪ টি আসন বেশি পেয়েছে।
এদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড, নিক ক্লেগ ও নিগেল ফারাগ গত শুক্রবার ফল ঘোষণার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে লেবার পার্টি পেয়েছে ২৩২টি আসন।
এছাড়া এসএনপি ৫৬, প্লেইড কিম্রু ৩, ইউকেআইপি ও দ্য গ্রিন পার্টি ১টি করে এবং অন্যরা পেয়েছে ১৯টি আসন।