বাংলাদেশে চালু হয়েছে বিনামূল্যে বিশেষ ইন্টারনেট সেবা

Internetবাংলাদেশে আজ থেকে চালু হয়েছে বিনামূল্যে একটি বিশেষ ইন্টারনেট সেবা। এতে ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের আওতায় ডেটা খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর ফলে জাতীয় তথ্য বাতায়ন, ফেইসবুক, উইকিপিডিয়াসহ বেশ কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন একজন গ্রাহক।
ইন্টারনেট ডট ওআরজি থেকে একটি এ্যাপলিকেশন ব্যবহার করে, বাংলাদেশের একটি মোবাইল সেবা প্রদানকারী অপারেটরের গ্রাহকেরাই প্রাথমিকভাবে এটি ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে অন্য অপারেটররাও এতে যুক্ত হবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছেন, ফেইসবুকের একটি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে সরকার এ উদ্যোগ গ্রহন করেছে।
প্রাথমিকভাবে আটাশটি ওয়েবসাইট বিনামূল্যে দেখতে পারবেন একজন গ্রাহক। ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে। আর সেই সঙ্গে প্রয়োজনীয় আরো কয়েকটি ওয়েবসাইট ইন্টারনেট ডট ওআরজি’তে ব্যবহারের উপযোগী করে তৈরি করার কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
যেসকল ওয়েবসাইট রয়েছে এই তালিকায়:
ফেসবুক
ফেসবুক মেসেঞ্জার
উইকিপিডিয়া
প্রথম আলো
শিক্ষক ডট কম
আকু ওয়েদার
আস্ক ডট কম
বিডি নিউজ ২৪
বিডি জবস
বিক্রয় ডট কম
বিং
ইএসপিএন ক্রিক ইনফো
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট
আইসিটি ডিভিশন
মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইট
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট
কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট
আমার দেশ
বেবি সেন্টার অ্যান্ড মামা
ক্রিটিকা লিংক
ফ্যাক্টস ফর লাইফ
গার্ল ইফেক্ট
হেলথ প্রায়োর
মায়া
মাইনেট
সোশ্যাল ব্লাড
সন্ধান
ওয়াটপ্যাড
ইয়োর মানি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button