পাকিস্তানে বাসে বন্দুকধারির হামলায় ৪৭ জন নিহত

Pakistanপাকিস্তানে ইসমাইলি সম্প্রদায়ের লোকজনকে বহনকারী একটি গাড়িতে বন্দুকধারীরদের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৪ জন। বেলা ১২টার দিকে রাজধানী করাচির সাফুরা চক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতদের মধ্যে অন্তত ১৬ জন নারী রয়েছে। হতাহতদের মধ্যে কোন শিশু নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিন চারটে মোটরসাইকেলে করে আটজনের মত লোক অতর্কিতে বাসটির উপর গুলিবর্ষণ শুরু করে।
নাম প্রকাশ না করে একজন উর্ধ্বতন পুলিশ অফিসার ডনকে জানিয়েছেন, বন্দুকধারীরা বাসের ভেতরে ঢুকে যাত্রীদের মাথায় গুলিবর্ষণ করেছে। অপর একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন বন্দুকধারীরা প্রথমে বাসের বাহির তেকে গুলি করে। পরে ভেতরে ঢুকে যাত্রীদের উপর এলোপাথারি গুলি চালায়। এ কর্মকর্তা জানান, ৫২ সিটের বাসটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি সংখ্যক যাত্রী ছিলো, যাদের অধিকাংশই ইসমাইলি সম্প্রদায়ের।
এদিকে ইসমাইলি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী ইসমাইলি ন্যাশনাল কাউন্সিল জানিয়েছে, তাদের সম্প্রদায়ের লোকজনকে বহনকারী একটি গাড়িতে বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছে এবং বহু আহত হয়েছে। এ ঘটনায় তারা সঙ্কিত বলেও জানিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button