লম্বা স্কার্ট পরেই স্কুলে ফিরল ফরাসি ছাত্রী
স্কুল কর্তৃপক্ষ তাকে নিষিদ্ধ করেছিল, কিন্তু সে মাথা নোয়ায়নি। লম্বা স্কার্ট পরেই সোমবার সে আবার স্কুলে গেছে। এবার আর কর্তৃপক্ষ তাকে কিছু বলেনি।
ছাত্রীটির নাম সারাহ কে। বয়স ১৫ বছর। আলজেরিয়ান বংশোদ্ভূত সারাহ উত্তরপূর্ব ফ্রান্সের লিও লাগর্যাঞ্জ স্কুলের ছাত্রী।
গত মাসে সে যখন লম্বা স্কার্ট পরে স্কুলে গিয়েছিল, তখন প্রধানশিক্ষক ম্যারিসি ডুবোইস তার বিরুদ্ধে বাড়াবাড়ি মাত্রায় ধর্মীয় পোশাক পরার অভিযোগ এনে স্কুল থেকে বের করে দেন। কিন্তু সারাহ এবং মুসলিম সম্প্রদায় জানায়, এতে রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতার আদর্শ ক্ষুণ্ন হয়নি। তারা জানায়, লম্বা স্কার্ট নিষিদ্ধ করা মানে মুসলিম অধিকার ক্ষুণ্ন করা। এ নিয়ে ব্যাপক হইচই হয়।
এ প্রেক্ষাপটে সোমবার যখন সে একই পোশাকে স্কুলে যায়, তখন কর্তৃপক্ষ এ নিয়ে আর কোনো প্রশ্ন তোলেনি।
সোমবার আনাদুলু বার্তা সংস্থাকে সারাহ জানায়, আমি অন্যায় কিছু করিনি। আমি রাষ্ট্রীয় কোনো আইন লঙ্ঘন করিনি। আমি এই পোশাক পরেই শিক্ষাগ্রহণ অব্যাহত রাখব।