আল্লামা আরশাদ মাদানী সিলেট আসছেন শনিবার

ভারতের বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী আগামী শনিবার এক দিনের সংক্ষিপ্ত সফরে সিলেট আসছেন। প্রথমে সকাল ৯টায় বিশ্বনাথের শ্রীরামশ্রীর মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসায় বয়ান ও দোয়া করবেন। পরে জামিয়া মুহাম্মদিয়া বিশ্বনাথ, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদে ১১টা থেকে বাদ যোহর পর্যন্ত জামিয়া দারুস সুন্নাহ গলমুকাপন, জামিয়া মারকাজুল উলুম মেজরটিলা নয়াসড়ক দারুল হাদিস হাফিজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার খতমে বোখারী শরিফের মাহফিল সমূহে বয়ান ও দোয়া করবেন।
সফরসূচীকে সফল করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জামিয়া কৌড়িয়ার মুহতামিম হাফিয মাওলানা শাইখ মুহসিন আহমদ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button