বাংলাদেশের প্রতিনিধি হয়ে দুই হাফেজে কুরআনের ইরান গমন
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গতকাল ইরান গেছেন খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ ফুরকান উদ্দীন ও তার উস্তাদ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী। আগামী ১৫ মে থেকে ২৩ মে পর্যন্ত তেহরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতাটি চলবে। প্রতি বছরের ন্যায় এবারো যেন ১ম স্থান অধিকার করে বাংলাদেশের সুনামকে বিশ্ব দরবারে সমুন্নত করতে পারে সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাফেজদ্বয়।
উল্লেখ্য, আগামী রমজানে সউদী আরব যাচ্ছেন উক্ত মাদরাসার ছাত্র হাফেজ হেলাল উদ্দীন ও তুরস্ক যাবেন হাফেজ সোলাইমান হাওলাদার। ইতিপূর্বে উল্লেখিত মাদরাসার হাফেজ ছাত্ররা সউদী আরব, মিসর, আলজেরিয়া, লিবিয়া, ইরান, দুবাই ও জর্দানে একাধিকবার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে সমুজ্জ্বল করেছে।