ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ভ্যাটিকান
ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ভ্যাটিকান। নতুন এক সমঝোতার আওতায় ভ্যাটিকান এ সিদ্ধান্ত নিয়েছে এবং এখন থেকে ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে ভ্যাটিকান সিটি। তবে সমঝোতাটি এখনো চূড়ান্তভাবে সই হয়নি।
২০১২ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে বিশ্ব সংস্থার পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়া হয়। তবে পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পায় নি ফিলিস্তিন। সে সময় ১৯৩টি সদস্য দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত সাধারণ পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানায় ভ্যাটিকান।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার বিষয়ে নতুন এ সমঝোতা সম্পর্কে ভ্যাটিকানের মুখপাত্র ফেডেরিকো লোম্বার্ডি বলেছেন, “ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্যই এ সমঝোতা হয়েছে।” আগামী ১৬ মে ভ্যাটিকানের প্রধান ও রোম ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে ভ্যাটিকান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল।