প্রাণ বাঁচানোয় ইতালিতে বসবাসের অনুমোদন পেলেন সবুজ
ইতালি প্রবাসী ৩২ বছরের বাংলাদেশী সবুজ খলিফা। দেশটিতে বসবাসের কোন বৈধ অনুমোদন নেই তার। মানুষের প্রাণ বাঁচানোর এক মহতী সিদ্ধান্ত পাল্টে দিয়েছে অভিবাসী হিসেবে তার অবস্থান। অবৈধ বসবাসকারী থেকে এখন তিনি বৈধ অভিবাসী।
নিজের জীবন বাজি রেখে সবুজ বাঁচিয়েছেন ৫৫ বছরের এক নারীর প্রাণ। তার এ সাহসিকতা ও মানবিকতায় খুশি হয়ে স্থানীয় কর্তৃপক্ষ তাকে এক বছরের জন্য ইতালিতে বসবাসের অনুমোদন দিয়েছেন।
ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, বুধবার সবুজকে এক বছরের পার্মিট দেয়া হয়। মঙ্গলবার ৫৫ বছর বয়সী এক নারী আত্মহত্যা করার জন্য টিবার নদীতে ঝাঁপ দিয়েছিলেন। এটা দেখে সবুজও নদীতে ঝাঁপ দেন তাকে উদ্ধার করার জন্য। তার প্রচেষ্টা সফল হয়। জীবিত অবস্থায় ওই নারীকে নিয়ে আসেন নদীর তীরে। এরপর উদ্ধারকর্মীরা ওই নারীকে হাসপাতালে নিয়ে যান।
আর পানিতে ভেজা সবুজকে নিয়ে যাওয়া হয় সেলিও পুলিশ স্টেশনে। তাকে প্রথমে নতুন জামাকাপড় দেয়া হয়। এরপর তাকে মানবিক কারণ বিবেচনায় বসবাসের অনুমোদন দেয়া হয় এক বছরের জন্য। প্রশংসনীয় ও বুদ্ধিদীপ্ত আচরণের জন্য রোমের মেয়র ইগনাজিও মারিনো সবুজকে ধন্যবাদ জানান।