সিরীয় সমস্যার সামরিক কোনো সমাধানও নেই : ওবামা
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা ছাড়ার আগে সিরিয়ার যুদ্ধ বন্ধ হবে না বলে তিনি মনে করেন। ২০১৭ সালের প্রথমদিকে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে।
একই সঙ্গে ওবামা দৃঢ়তার সঙ্গে বলেন, সিরীয় সমস্যার সামরিক কোনো সমাধানও নেই।
শুক্রবার সউদি মালিকানাধীন আল-আরাবিয়া টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা আরো বলেন, সিরিয়ার পরিস্থিতি হৃদয়বিদারক কিন্তু খুবই জটিল।
ওবামার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা শেষের আগে এ যুদ্ধ থামবে কি-না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সম্ভবত না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কারণে এ যুদ্ধ ঘটেনি। যুক্তরাষ্ট্র এ যুদ্ধ থামাতেও পারবে না। যদিও মধ্যপ্রাচ্য অঞ্চলের সকলে সবকিছুর জন্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করে।
ওবামা জোর দিয়ে বলেন, এ যুদ্ধ অবসানে দরকার উপসাগরীয় মিত্র ও তুরস্কের মতো অন্যান্য দেশের সহায়তা। তবে এ সংকটের সামরিক সমাধান সম্ভব নয়। উল্লেখ্য, সিরিয়ার চলমান যুদ্ধে এ পর্যন্ত দুই লাখ ২০ হাজার লোক প্রাণ হারিয়েছে।