৬১০ কেজি ওজনের খালিদ আকাশপথে হাসপাতালে

Kaledবিশেষ বিমানে করে হাসপাতালে নিতে হলো ৬১০ কেজি (১৩৪৫ পাউন্ড) ওজনের এক সৌদি নাগরিককে। তাকে বের করার জন্য বাড়ির কিছু অংশ ভাংতে হয়। এরপর লিফট সংযুক্ত একটি ট্রাকের মাধ্যমে তাকে বের করা হয়।
খালিদ মোহসিন শায়েরি গত আড়াই বছর ধরে তার শোবার ঘর থেকে বের হতে পারেননি। সৌদি বাদশাহ আবদুল্লাহ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। কিন্তু খালিদকে সঙ্গে সঙ্গেই চিকিত্সা দেয়া সম্ভব হয়নি। তার চিকিত্সার জন্য আনাতে হয়েছে যুক্তরাষ্ট্রে নির্মিত বিশেষ বিছানা।
২০ বছর বয়সী খালিদকে সোমবার রিয়াদে বাদশাহ ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে জাজান শহর থেকে বিশেষভাবে আকাশপথে রিয়াদের ওই হাসপাতালে নিয়ে আসা হয়।
কয়েকটি সরকারি সংস্থার তত্ত্বাবধানে ঘরের এক অংশ ভেঙে তাকে দোতলা থেকে নিচে নামানো হয়। এরপর একটি লিফট সংযুক্ত ট্রাকের মাধ্যমে অ্যাম্বুলেন্সে উঠিয়ে স্থানীয় বিমানবন্দরে নেয়া হয়। সেখান থেকে একটি বিশেষ বিমানে অবশেষে হাসপাতালে পৌঁছান খালিদ।
খালিদের এক আত্মীয় রয়টার্সকে বলেন, ‘আমরা এ মুহূর্তটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। এ কাজ নিরাপদে সফল করতে বাদশাহ স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাকে সব বিপদ থেকে রক্ষা করুক। তিনি দীর্ঘজীবী হোন।’
রয়টার্সের দেয়া তথ্যানুসারে, খালিদের অন্য দুই ভাইবোনের ওজনও অনেক বেশি। তবে এখন পর্যন্ত তারা হাঁটতে পারছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ বছরে এর আগেও এ ধরনের স্থূলকায় রোগীদের চিকিত্সাসেবা দিয়েছে। এর মধ্যে ৬৬১ ও ৭৭১ পাউন্ড ওজনের দুই সহোদরও ছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button