মুরসিকে মৃত্যুদণ্ড দিয়েছে মিসরের আদালত
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গুপ্তচরবৃত্তি ও কারাগার ভেঙে আসামিদের বের করে আনার অভিযোগে আজ শনিবার তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়।
এর আগে আরেকটি মামলায় তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১২ সালে ক্ষমতায় থাকাকালীন বিক্ষোভকারীদের ওপর হামলার উস্কানিদাতা হিসেবে তার বিরুদ্ধে এ সাজা দেয়া হয়।
উল্লেখ্য, মুরসি দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিতে প্রথম প্রেসিডেন্ট। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তাকে ক্ষমতাচ্যুত করেন। ওই সময় মুরসিকে পুনরায় ক্ষমতায় বসানোর আন্দোলনে মুসলিম ব্রাদারহুডের শত শত কর্মী নিহত হন। আটক হন হাজার হাজার নেতা-কর্মী।