তুরস্কে শেষ হলো ‘অষ্টম আন্তর্জাতিক স্টুডেন্ট গেদারিং ২০১৫’

Turkyতুরস্কের ৩২টি বড় শহরে তার্কির ফেডারেশন অফ ইন্টারন্যশনাল স্টুডেন অ্যাসোসিয়েশন আয়োজনে শেষ হলো ‘অষ্টম আন্তর্জাতিক স্টুডেন্ট গেদারিং ২০১৫’।
এতে বাংলাদেশসহ প্রায় ১৬০ দেশের ছাত্ররা অংশগ্রহণ করেন। প্রতিটি দেশ তাদের স্টলে নিজস্ব ভাষা, সংস্কৃতি, খাবার প্রর্দশন করে। অন্যদেশের স্টলগুলোর মতো বাংলাদেশের স্টলে ব্যাপক ভিড় লক্ষ্য কারা যায়।
বাংলাদেশের ‘মেহেদি’ তুরস্কের মেয়েদেরকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। মেয়েরা হাতে মেহেদি লাগানোর জন্য লম্বা লাইন ধরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। এছাড়া বাংলাদেশের রিকশা, পোশাক, হস্তশিল্পের প্রতি তুরস্কে লোকদের আকর্ষণ ছিল বেশি। আনেকে আবার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের সুন্দরবনের বাঘের প্রতিও আগ্রহের কমতি ছিল না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button