তাবলিগ জামায়াতের মুরব্বিকে জবাই করে হত্যা
সিলেটে ইব্রাহিম আবু খলিল (৫৩) নামে তাবলিগ জামায়াতের এক মুরব্বিকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।
সোমবার সকালে নগরীর চারাদিঘীর পাড় ১ নম্বর বাসা থেকে তার লাশটি উদ্ধার করেছে পুলিশ। ইব্রাহিম আবু খলিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতের খাবার শেষে বাসার সামনের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন ইব্রাহিম। বাসার ওপরের কক্ষে ছিলেন তার স্ত্রী-সন্তানরা।
সোমবার সকালে ঘুম থেকে উঠে তারা ইব্রাহিমের কক্ষের দরজা খোলা দেখে এগিয়ে যান। সেখানে গিয়ে কক্ষের খাটের নিচে হাত বাধা ও গলা কাটা অবস্থায় ইব্রাহিমের রক্তাক্ত লাশ দেখতে পান তারা।
খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছেলে সাজিদ মিয়া জানান, তার বাবা ইব্রাহিম তাবলিগ করতেন। গত দু’দিন আগেও তিনি চিল্লা শেষে ভারত থেকে দেশে ফিরেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে, ইব্রাহীম খলিলের মৃত্যুর খবর পেয়ে তাবলীগ জামায়াতের শত শত কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় ধোপাদিঘীরপাড় জামে মসজিদে তার মাগফেরাত কামনা করে তাৎক্ষনিক এক খতমে কুরআন,দোয়া মাহফিল করেন।