চলতি বছরে সর্বোচ্চ লেনদেন দুই পুঁজিবাজারে

DSEচলতি বছরে প্রথমবারের মতো দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। রোববার চলতি সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৭১০ কোটি ৬০ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪১ কোটি ২১ লাখ টাকা। এর আগে ২০১৪ সালের ১৬ নবেম্বর ডিএসইতে সর্বশেষ ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৭৫৩ কোটি টাকা।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও তারল্য প্রবাহ বেড়েছে। দিনশেষে স্টক এক্সচেঞ্জটিতে ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৭০ লাখ টাকা।
সংশ্লিষ্টরা জানান, সঞ্চয়পত্রের সুদের হার কমানো, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণার পাশাপাশি ব্যাংকের বিনিয়োগসীমা নিয়ে সৃষ্ট জটিলতা অবসানে বিএসইসির কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাসে লেনদেনে ইতিবাচক প্রভাব পড়ছে।
এদিকে উত্থান-পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দিনের লেনদেন। শেষ পর্যন্ত আগের দিনের তুলনায় মাত্র ১ দশমিক ১০ পয়েন্ট বেড়েছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৩১৫ দশমিক ৯৯ পয়েন্টে।
লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে। লেনদেনে অংশ নেওয়া ইস্যুগুলোর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। দিনশেষে কোম্পানিটির ৫৩ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪২ লাখ ৭৮ হাজার টাকা। ৩২ কোটি ৩২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিকস।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে খুলনা পাওয়ার, সাইফ পাওয়ারটেক, এসিআই ফরমুলেশন্স, মবিল যমুনা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিডি থাই, বারাকা পাওয়ার।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এসইএক্স ২১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮১৫৪ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১০২ কোটি ৬৫ লাখ টাকা। এর আগে ২০১৪ সালের ২ জুন সিএসইতে সর্বশেষ ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ১০৮ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button