আনা ফ্রাংকের স্মৃতিসৌধ দেখতে যাবেন ব্রিটেনের রানি
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ জার্মানিতে নাৎসী বাহিনীর কনসেনট্রেশন ক্যাম্প পরিদর্শন করবেন। আগামী মাসের ২৪ তারিখে তিন দিনের রাষ্ট্রীয় সফরকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বার্গেন বেলসেন এলাকার ক্যাম্প পরির্দশন করবেন রানি। এই ক্যাম্পে ১৯৪৫ সালে ইহুদি কিশোরী আনা ফ্রাংক মারা যায়। মৃত্যুর পর তার লেখা ডায়রি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
সফরকালে রাণী এলিজাবেথের(৮৯) সাথে তার স্বামী প্রিন্স ফিলিপও থাকবেন। তারা উভয়ে ক্যাম্পে নির্মিত অ্যান ফ্রাংক স্মৃতিসৌধ পরিদর্শন এবং হলোকস্ট থেকে বেঁচে যাওয়াদের সাথে সাক্ষাত করবেন। এছাড়া জার্মানির উত্তরাঞ্চলের এই ক্যাম্পটি মুক্ত করতে যারা সহায়তা করেছিলেন তাদের কয়েকজনের সাথেও তিনি দেখা করবেন।
১৯৪১ থেকে ১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ সময়ে ইউরোপ থেকে ৫০ হাজারেরও বেশি লোককে এ ক্যাম্পে আটকে রাখা হয়। এদের মধ্যে ২০ হাজার বন্দী মারা যায়।