সবচেয়ে গরম ও বড়দিনে রমযান এসেছে
গ্রীষ্মের খরতাপ ও প্রচন্ড গরমের মধ্যে এবার রমযান মাস শুরু হয়েছে। এবার সবচেয়ে বড়দিনেও রোজা পালন করতে হচ্ছে। রমযানের প্রথম ভাগে দিনের দৈর্ঘ্য ১৫ ঘণ্টারও বেশি। পরে আস্তে আস্তে দিনের আয়তন ধীরে ধীরে কমতে থাকবে। শেষ কিছুদিন এর দৈর্ঘ্য হবে ১৪ ঘণ্টা ৪০ মিনিট বা এর কাছাকাছি। রমযান মাসে সৌদী আরবে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যেতে পারে। পবিত্র মক্কা ও মদিনায় এবার রেকর্ড পরিমাণ তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ ইয়ামবো ও রিয়াদেও একই অবস্থা হতে পারে।