সপ্তাহে ৭দিন এনএইচএস সার্ভিস চালুর ঘোষণা

NHSনির্বাচনের আগে দেয়া ওয়াদা অনুযায়ী সপ্তাহে ৭দিন এনএইচএস সার্ভিস চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন। ৭ই মে অনুষ্ঠিত বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর নতুন প্রধানমন্ত্রী হিসাবে সোমবার বার্মিংহ্যামে বক্তব্য রাখেন ডেভিড ক্যামরন। নির্বাচনী ইশতেহারে ২০২০ সালের ভেতরে প্রতি বছর ৮ বিলিয়ন পাউন্ড করে এনএইচএস বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন। একই সঙ্গে ৫ হাজার নতুন জিপি নিয়োগেরও ওয়াদা ছিলো টোরির। ওয়েস্ট মিডল্যান্ডসের একটি জিপি সার্জারিতে বক্তব্যে এনএইচএস নিয়ে নির্বাচনী সব ওয়াদা বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞা করেন প্রধানমন্ত্রী।
এদিকে সপ্তাহের ৭দিন এনএইচএস সার্ভিসের ব্যাপারে ভিন্নমত জানিয়েছে দ্যা বৃটিশ মেডিকেল এসোসিয়েশন এবং দ্যা রয়েল কলেজ অব নার্সিং।
বৃটিশ মেডিক্যাল এসোসিয়েশন বলেছে, এনএইচএসে ডাক্তার, স্টাফ এবং নার্স সংকট রেখে অতিরিক্ত সময়ে কিভাবে সার্ভিস ডেলিভারি দেয়া হবে সে ব্যাপারে এখনো ব্যাখ্যা দেয়নি সরকার। এ ব্যাপারে একটি স্বচ্ছ ব্যাখ্যা ও পরিকল্পনা সরকারের কাছ থেকে কামনা করেছে এসোসিয়েশন। ওদিকে দ্যা রয়েল কলেজ অব নার্সিংয়ের চীফ এক্সিকিউটিভ ডক্টর পিটার কার্টার সরকারকে সতর্ক করে বলেছেন, অতিরিক্ত কাজে বাধ্য করা হলে ইন্ডাস্ট্রিয়াল এ্যাকশনে যেতে পারে এনএইচএস ওয়ার্কাররা।
উল্লেখ্য, এনএইচএসের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট প্রায় ১শ বিলিয়ন পাউন্ড। বাজেটে প্রায় ৩০ বিলিয়ন পাউন্ড শর্টফল। এনএইচএস ইংল্যান্ডের চীফ এক্সিকিউটিভ সাইমন স্টীভের পরামর্শ অনুযায়ী ২০২০ সালের ভেতরে ৩০ বিলিয়ন পাউন্ড ফান্ডিং গ্যাপ পুরনের একটি সহায়ক পরিকল্পনা দিয়েছিলো টোরি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button