আফসার-মাহিদুরের আমৃত্যু কারাদণ্ড
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাহিদুর রহমান এবং আফসার হোসেন চুটুর বিরুদ্ধে দুইটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
বুধবার সকালে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেয়।
এর আগে রায় ঘিরে সকাল আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় করাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
রায় ঘিরে ট্রাইব্যুনাল, সুপ্রিমকোর্ট ও এর আশপাশের এলাকায় স্বাভাবিক নিরাপত্তা রয়েছে। যেমনটি জামায়াতে ইসলামী নেতাদের রায় ঘিরে নিরাপত্তার চাদরে ঘিরে দেয়া হয়, তেমনটি চোখে পড়েনি।
তবে রমনা বিভাগের পুলিশের সিনিয়র সহকারী কমিশনার শিবলি নোমান সাংবাদিকদের বলেছেন, রায় ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২২ এপ্রিল রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। আর গতকাল মঙ্গলবার রায়ের জন্য আজকের এই দিন ধার্য করে।