সাহিত্যে ‘ম্যান বুকার পুরস্কার’ পেলেন লাসলো
বিশ্ব সাহিত্যের সম্মানজনক পুরস্কার ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল’ জিতেছেন হাঙ্গেরির কল্পলেখক লাসলো। মঙ্গলবার রাতে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট জাদুঘরে এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সারা বিশ্বের ১০ জন লেখকের সংক্ষিপ্ত তালিকা থেকে হাঙ্গেরীয় ভাষার এই লেখককে এবারের বিজয়ী হিসেবে বাছাই করা হয়েছে। হাঙ্গেরীয় সাহিত্যিক লাসলো ক্রাসনাহরকাই হলেন ষষ্ঠ ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল’ বিজয়ী।
সারা বিশ্বের লেখকদের জন্য উন্মুক্ত ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার’ দুই বছর পর পর দেয়া হয়। এই পুরস্কারটির ক্ষেত্রে লেখকের নির্দিষ্ট কোনো সাহিত্যকর্ম বিবেচনা করা হয় না। পুরস্কারের অর্থমূল্য ৬০ হাজার ব্রিটিশ পাউন্ড।