পরমাণু বোমা বানাবে সৌদি আরব
চিরপ্রতিদ্বন্দ্বী ইরানকে টেক্কা দিতে এবার সৌদি আরবও পরমাণু শক্তিধর দেশ হিসেবে মাথা তুলতে চাইছে। আরব মুলুকের খবরদারি বজায় রাখতে পরমাণু বোমা বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি। এজন্য পাকিস্তান থেকে পরমাণু বোমা তৈরির উপকরণ কেনার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস।
খবরে আরও বলা হয়েছে, সৌদি আরবের এই পরমাণু স্বপ্ন পূরণ হলে গোটা মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। সৌদির দেখা দেখি তুরস্ক, মিসরও ওই পথেই হাঁটবে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এবং সৌদি শাসকগোষ্ঠীর মধ্যে পরমাণু বিষয়ে দীর্ঘদিনের চুক্তি রয়েছে। আর এ অবস্থায় সৌদি আরব আরও এগিয়ে যাওয়ার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান এ কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন আরেক গোয়েন্দা কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরীয় দেশটিকে এরই মধ্যে পাকিস্তান পরমাণু প্রযুক্তি বা বোমা সরবরাহ করেছে কিনা, তা বের করার চেষ্টা চলছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সদর দফতরে এজন্য শত শত মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। তিন দশক ধরে ইসলামাবাদের পরমাণু প্রকল্পে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জুগিয়েছে রিয়াদ।