১৫৭ দেশ থেকে ৮০ লাখ বাংলাদেশি রেমিটেন্স পাঠাচ্ছেন

বিশ্বের ১৫৭টি দেশে কর্মরত ৮০ লক্ষাধিক বাংলাদেশি নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছেন। সম্প্রতি আন্তর্জাতিক শ্রমসংস্থা আইএলওর বাংলাদেশের ওপর করা একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ অর্থ দেশের জাতীয় আয়ে সরাসরি অবদান রাখার মাধ্যমে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধিতে সহায়তা করছে।
জানা গেছে, বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বমুখী প্রবণতা গত কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে। রেমিটেন্সের অর্থ গ্রহণে প্রাতিষ্ঠানিক চ্যানেলের সহজলভ্যতার কারণেই এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
ক্যাশ টু ক্যাশ, ক্যাশ টু অ্যাকাউন্ট, ক্যাশ টু মোবাইল ও অনলাইন মানি ট্রান্সফারের মতো অর্থ স্থানান্তরের বিভিন্ন প্রাতিষ্ঠানিক চ্যানেলগুলোর ব্যবহার অত্যন্ত নিরাপদ ও সুবিধাজনক। খুব সহজেই এসব চ্যানেলে অর্থ স্থানান্তর করা যায়।
সম্প্রতি অভিবাসন ও রেমিটেন্স বিষয়ে বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ২০১৪ সালে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স আয় করেছে। এ সময় দেশে রেমিটেন্স প্রবাহে ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
২০১৪ সালে দক্ষিণ এশিয়ায় রেমিটেন্স প্রবাহে দ্রুত বর্ধনশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম স্থান অধিকার করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button