১০ হাজার কক্ষ, ৭০ রেস্তোরা
হাজিদের জন্য বিশ্বের বৃহত্তম হোটেল
হাজিদের সুবিধা দিতে সৌদি আরব বিশ্বের বৃহত্তম হোটেল নির্মাণের পরিকল্পনা করছে। ১৫ মিলিয়ন বর্গমিটার (৪.৬ মিলিয়ন বর্গফুট) জায়গায় ৪৪ তলাবিশিষ্ট ওই হোটেলে ১০ হাজার কক্ষ, ৭০টি রেস্তোরাঁ থাকবে বলে জানা গেছে। এ জন্য ব্যয় হবে ২.২৫ বিলিয়ন পাউন্ড। ২০১৭ সাল নাগাদ এর নির্মাণকাজ শেষ হবে।
পবিত্র মক্কার কেন্দ্রস্থলে হোটেলটিতে থাকবে ১২টি টাওয়ার। এর মধ্যে ১০টি টাওয়ারে থাকবে ফোর স্টার আতেথিয়তা, বাকি দুটিতে ফাইভ স্টার।
বর্তমানে বিশ্বের বৃহত্তম হোটেল হলো লাস ভেগাসের দ্য ভেনেশিয়ান। এতে রয়েছে ৪,০৪৯টি স্যুট ও ৪,০৫৯ কক্ষ।