স্কটল্যান্ডে মোরগের জন্য ফ্রি বাস পাস !

Scotland Busস্কটল্যান্ডের এবারডিনের বাস যাত্রীরা এক নতুন সহযাত্রীকে প্রতিদিন তাদের মাঝে দেখতে পাবেন। বাস পাসধারী এই নতুন সহযাত্রী তাদের স্বগোত্রীয় নন।
লাল ঝুঁটি সাদা পালকের এক মোরগকে খুঁজে পাওয়া গিয়েছিল এক বাস স্টপে। তাকে এখন ফ্রি বাস পাস দিয়েছেন স্থানীয় বাস কোম্পানির কর্মকর্তারা। খবর বিবিসি অনলাইনের।
এবারডিনের মেরিকাটলার এলাকার বাস স্টপে মোরগটিকে প্রথম দেখতে পান এক ব্যক্তি। তিনি এটিকে নিয়ে যান পশু নির্যাতন প্রতিরোধ সংস্থার কার্যালয়ে। সেখানে মোরগটির পরিচর্যার ব্যবস্থা করা হয়। এটির নাম দেয়া হয় ‘ডেকার’।
বাস কোম্পানি ফার্স্ট এবারডীন এটির দেখাশোনার খরচ যোগানোর দায়িত্ব নিয়েছে। সেই সঙ্গে এটিকে দেয়া হয়েছে ফ্রী বাস পাস। গলায় এই পাস ঝুলিয়ে ‘ডেকার’কে হয়তো শীঘ্রই দেখা যাবে এবারডিনের বাসে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button