ইইউ’র সঙ্গে সম্পর্ক প্রশ্নে প্যারিস ও বার্লিন যাচ্ছেন ক্যামেরন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক প্রশ্নে পুনরায় আলাপ আলোচনার চালাতে আগামী সপ্তাহে প্যারিস ও বার্লিন যাচ্ছেন। শুক্রবার ব্রিটিশ কর্মকর্তারা একথা জানান। আগামী সপ্তাহের শেষ নাগাদ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। ক্যামেরন একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে রিগায় পৌঁছেছেন।
২০১৭ সালের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে ভোটকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের অবস্থানের সংস্কার নিয়ে আলোচনা শুরুর জন্য তিনি রিগায় শীর্ষ বৈঠকে যোগ দিতে এসেছেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ৬টি রাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এই সম্মেলনে তিনি যোগ দিচ্ছেন।