সেপ্টেম্বরে সারাদেশে থ্রিজি সেবা চালু
সেপ্টেম্বরে দেশজুড়ে পুরোদমে তৃতীয় প্রজন্মের থ্রিজি প্রযুক্তি সেবাচালু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস। মঙ্গলবার সকালে হোটেল রূপসী বাংলায় প্যাসিফিক টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি ডেভেলপমেন্ট ফোরামের (এডিএফ-১০) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই থ্রিজি তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে উল্লেখ করে সুনীল কান্তি বোস বলেন, এরপরেই কয়েকটি মোবাইল অপারেটর কোম্পানী থ্রিজি সেবা চালু করবে। যারফলে সেপ্টেম্বর থেকেই দেশবাসী থ্রিজি সেবার সুফল পাবেন।
উল্লেখ্য, থ্রিজি তরঙ্গ নিলাম আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নিলামে মোবাইল অপারেটর কোম্পানী গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল অংশ নিচ্ছে। নিলাম শেষে ১৫ বছর মেয়াদে লাইসেন্স প্রদান করা হবে। তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে তা দিয়ে লাইসেন্স নিতে পারবে।