সমকামী বিয়ের বৈধতা পেল আইরিশরা
ভোটাভুটির মধ্যে দিয়ে আয়ারল্যান্ডে সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেয়া হয়েছে। এতে অধিকাংশ ভোট পড়েছে সমলিঙ্গ বিয়ের পক্ষে। সমলিঙ্গ বিবাহ সম্পর্কে দেশটির সংবিধান সংশোধনের জন্য শতকার ৬২ শতাংশ ভোট পড়েছে এই আইন পাশের পক্ষে। আয়ারল্যান্ডই পৃথিবীর প্রথম দেশ যেখানে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সমকামী বিবাহের বৈধতা দেয়া হলো।
সমকামী বিবাহের প্রতি সমর্থন জানিয়ে আইরিশ প্রধানমন্ত্রী এনডা কেনি বলেন, ‘আয়ার্যান্ড একটি ছোট্ট দেশ হলেও সমতা নিশ্চিত করতে বড় দেশগুলির জন্য এটি একটি উত্তম বার্তা।’
পূর্বে দেশটিতে সমকামীতা একটি বড় মাপের অপরাধ হিসেবে গণ্য করা হতো। ২২ বছর আগে দেশটিতে এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করে আইন পাশের পর সম্প্রতি ভোটের মাধ্যমে সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেয়া হয়।