দুর্নীতির দায়ে ওলমার্টের ৮ মাসের জেল
জেরুজালেমের একটি আদালত সোমবার ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টকে আট মাসের কারাদন্ড দিয়েছে। গত মার্চ মাসে পুনর্বিচারে দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করার পর সোমবার এ সাজা দেয়া হলো। ইসরাইলী সংবাদ মাধ্যমের খবরে একথা বলা হয়।
রায় ঘোষণার পরপরই ওলমার্টের আইনজীবীরা এর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন। উল্লেখ্য, ওলমার্ট ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
৬৯ বছর বয়সী ওলমার্ট ঘুষ গ্রহণের অপর একটি মামলায় তাকে ছয় বছরের কারাদন্ড দেয়া হয়। এ মামলায় সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে।
ওলমার্ট সব সময় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এবং তার বিরুদ্ধে করা অভিযোগকে তিনি এক ধরনের ‘নিষ্ঠুরতা’ হিসেবে বর্ণনা করেছেন।