বাংলাদেশীদের জন্য ভারতের ‘অন-অ্যারাইভাল’ ভিসা
বাংলাদেশ থেকে বিমানে ভারত যেতে ‘অন-অ্যারাইভাল’ ভিসা পাওয়া যাবে। তবে সড়ক ও রেলপথে ভারতে প্রবেশের ক্ষেত্রে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে না। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরেই এ ঘোষণা আসছে।
ভারতীয় ই-ট্যুরিস্ট ভিসার ওয়েবসাইট থেকে জানা যায়, ইলেকট্রনিক ভিসা পদ্ধতিতে অন-অ্যারাইভাল ভিসার আবেদনের সময় ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে ৬০ মার্কিন ডলার ভিসা ফি দিতে হবে। আবেদনের চার দিন পর ভারতে প্রবেশ করা যাবে। যাত্রীকে ভিসার আবেদনের মুদ্রিত কপি বিমানবন্দরে দেখাতে হবে। নির্ধারিত বিমানবন্দরগুলো হচ্ছে কলকাতা, দিলি্ল, মুম্বাই, হায়দরাবাদ, কোচিন, গোয়া, ব্যাঙ্গালুরু ও ত্রিবান্দ্রাম।
ভারতে প্রবেশের পর থেকে ৩০ দিন পর্যন্ত ভিসার মেয়াদ থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ৭৬টি দেশের ক্ষেত্রে ভারতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে এ সংখ্যা ১৫০-এ উন্নীত হবে। ২০১৪ সালে সাড়ে ছয় লাখ বাংলাদেশি নাগরিক ভারতে ভ্রমণ করেছেন। ভারতের ভিসা পাওয়া নিয়ে দীর্ঘসূত্রতা ও জটিলতার অভিযোগ বহু পুরনো। আশা করা হচ্ছে, শুধু আকাশপথের জন্য হলেও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা ভিসা প্রক্রিয়ার জটিলতা দূর করবে এবং চিকিৎসা, বাণিজ্য ও ভ্রমণের জন্য ভারতে যাতায়াত সহজ করবে।
সড়ক ও রেলপথে নতুন রুট: এদিকে, ভারতের ডেকান ক্রোনিকালে গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাস থেকেই ঢাকা-গৌহাটি সরাসরি বাস সার্ভিস চালু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে এ-সংক্রান্ত ঘোষণার পর পরই সার্ভিস চালু হবে।