নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম আর নেই
নবীগঞ্জের প্রবীণ সাংবাদিক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি এম নূরুল ইসলাম খেজুর আর নেই( ইন্নালিল্লাহি…রাজিউন )। গত ২৩ মে স্ট্রোকে আক্রন্ত হয়ে সিলেট রাবেয়া-রাগীব মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। গত ১৮ মে সকালে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২৩ মে বিকেলে নবীগঞ্জ শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে নবীগঞ্জের পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক খেজুরের নামাজে জানাজায় নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র তফাজ্জল হোসেন চৌধুরী সহ হবিগঞ্জ-নবীগঞ্জের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সাংবাদিক এ টি এম নূরুল ইসলাম খেজুরের মৃত্যুসংবাদ লন্ডনে এসে পৌঁছালে এখানেও নেমে আসে শোকের ছায়া। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে লন্ডনে বসবাসরত নবীগঞ্জবাসীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘ দিনের সহকর্মী বার্তা সংস্থা এনএনবি‘র লন্ডন প্রতিনিধি মতিয়ার চৌধুরী, সাপ্তাহিক জনমতের কমিউনিটি নিউজ এডিটর মোহাম্মদ গোলাম কিবরিয়া, টিভি উপস্থাপক জাহাঙ্গির রানা, পাক্ষিক ব্রিকলেক পত্রিকার সম্পাদক সাংবাদিক উজ্জল দাস, দৈনিক মানবকণ্ঠ’র যুক্তরাজ্য প্রতিনিধি জুয়েল রাজ, হবিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি মাহমুদ এ রউফ, ইনাতগঞ্জ-দীগলবাগ গণদাবি পরিষদের আহ্বায়ক দিলওয়ার হোসেন দিপু, দীগলবাক ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশনের পক্ষে সভাপতি ইব্রাহীম খান, সেক্রেটারি ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন ,ব্যারিস্টার মাহমুদুল হক, ব্যারিস্টার শামীম চৌধুরী, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট নেহার মিয়া চৌধুরী, সেক্রেটারি তফাজ্জল হোসেন চৌধুরী তুহিন, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর পক্ষে এনায়েত হোসেন খান প্রমুখ।
শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।