মক্কা-মদিনায় চালু হচ্ছে পাতাল রেল
মক্কা ও মদীনার মধ্যে পাতাল রেল বা মেট্রো রেল তৈরি করবে সৌদি সরকার। পবিত্র হজ্ব পালনে উদ্দেশে আগত হাজিদের যাতায়াতের সুবিধা আরো সহজ করার জন্য এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। খুব শিগগির প্রকল্পটির কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
সৌদি আরবের মক্কা নগরীর সম্প্রসারণ বিভাগের প্রধান খালেদ ফিদা জানান, মক্কা নগরীতে পাতাল রেল চালু কার্যক্রম শুরু হয়ে গেছে। ইতিমধ্যে যে সব রুট থেকে পাতাল রেল চলাচল করবে, সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং যে সব স্থানে পাতাল রেলের স্টেশন বসবে, সেগুলোও নির্বাচন করা হয়েছে।
মক্কার পাতাল রেল প্রকল্পটি শুরু হচ্ছে আজিজিয়েহ এলাকা থেকে। সেখান থেকে মাহবাসুল জিন হয়ে মসজিদুল হারাম পর্যন্ত পৌঁছবে রাস্তাটি। এছাড়া মিনা ও আরাফাতসহ বিভিন্ন পবিত্র স্থানগুলোতেও যাতায়ত করবে পাতাল রেল।
পাতাল রেল চালু হলে হজ্বযাত্রীদের সময় ও অর্থ অপচয় কমে আসবে এবং সহজে যাতায়াতেরও সুযোগ পাবে হাজিরা।