সত্যিকারের সিনডারেলা
ঠেলাঠেলিতে ছোট্ট চটিটা খুলে গেল। আর সেটা চোখে পড়তেই রাজকুমার নিষ্ঠা ও বিনয়ের সাথে অবনত হয়ে সেই জুতা কুড়িয়ে সযত্নে পরিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। এই প্রথম রাজকুমারের সাথে তার দৃষ্টি বিনিময়।
দৃশ্যটা হুবহু রূপকথার সিনডারেলার মতো। কিন্তু বাস্তবে ঘটে গেল কয়েকশ মানুষের সামনে। অবশ্য এখানে একটু পার্থক্য ছিল: ওই চটি জুতাটা কাচের না হয়ে ছিল লাল রেশমের আর এই সিডারেলার বয়স মাত্র চার বছর।
কিন্তু রাজকুমারটা ছিল সত্যিকার। তবে কোঁকড়ানো চুলটা রূপকথার নায়কের সাথে বৈপরিত্য তৈরি করে দিচ্ছিল। তা বাদে এই রাজকুমার কোনো অংশে কম নয়, কারণ সে ব্রিটিশ রাজকুমার প্রিন্স হ্যারি!
গত ২২ মে সন্ধ্যায় অকল্যান্ডের ঘটনা এটি। চার বছর বয়সী ওই সিনডারেলা ছিল ভারতীয় বংশোদ্ভূত গ্রেস প্রধান। নিউজিল্যান্ডে যাওয়ার আগে তার বাবা-মা দার্জিলিংয়ে থাকতেন। সেদিন হ্যারির আগমন উপলক্ষে গভর্নমেন্ট হাউজে অন্য অনেকের সাথে তারাও আমন্ত্রিত ছিলেন।